ডঃ গৌতম ঘোষ,.. আলোর দিশারী"|
শিক্ষা, আইন ও রাজনীতির ক্ষেত্রে এক উজ্জ্বল নক্ষত্র ডঃ গৌতম ঘোষ | গৌতম ঘোষের কর্মপঞ্জীর গতিক্রম পর্যালোচনায় প্রতীয়মান হয় যে, 1995 সাল থেকে ডঃ গৌতম ঘোষ বিশিষ্ট আইনজীবী হিসেবে সুপ্রতিষ্টিত রয়েছেন কলকাতা হাইকোর্টে | অন্যদিকে একই সাথে ঐতিহ্যমন্ডিত বিভিন্ন মহাবিদ্যালয়(কলেজ), বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে (ইউনিভার্সিটি), এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সুনামের সঙ্গে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন |
লোকহিতেষণা এবং আইনী নেতৃত্বের ক্ষমতা বিশিষ্ট ডঃ গৌতম ঘোষ বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে রাজনৈতিক বিশ্লেষণ ( পলিটিক্যাল এ্যানালিসিস), মানবাধিকার (হিউম্যান রাইটস) এবং নানা নীতিগত কর্মপন্হা প্রণয়নে (পলিসিং) নিজের জ্ঞানের পরিচয় দিয়েছেন |
ডঃ গৌতম ঘোষের অত্যুৎকৃষ্ট সৃজনশীলচিন্তা- ভাবনা তাঁকে পরিকল্পিত সৃষ্টির ক্ষেত্রে অসামান্য উদ্ভাবক এবং এশিয়ার এক দুর্দান্ত চিন্তাশীল পথিকৃৎ হিসেবে স্বীকৃতি এনে দিয়েছে | বস্তুত ডঃ ঘোষ এশিয়ার চিন্তা ভাবনার থিংক ট্যাংক বা "জ্ঞানভান্ডার" | কারণ তাঁর পরিকল্পিত উদ্ভাবনা ও সৃজনশীল ক্ষমতা | ডঃ গৌতম ঘোষ যুগপৎ ভাবে অধ্যাপক ও আইনজীবী |
. ডঃ গৌতম ঘোষের কলম নিঃসৃত গ্রন্থগুলি অত্যন্ত মূল্যবান তথ্য সমৃদ্ধ | এই গ্রন্থসমূহ গবেষণার নথি হিসেবে সারা বিশ্বে জনসমাদৃত | এই গ্রন্থ গুলি সারা বিশ্বের কাছে অপরিসীম এক প্রাপ্তি ও বিশ্বের বিভিন্ন গ্রন্থাগারে গবেষণা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি হিসেবে সংরক্ষিত রয়েছে | এই গ্রন্থাগারের মধ্যে রয়েছে, চীন দেশের সাংহাই গ্রন্থাগার, রাশিয়ার জাতীয় গ্রন্থাগার, ক্যালগ্যারি বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার, ইসলামাবাদের বাহরিয়া বিশ্ববিদ্যালয়, নিউদিল্লীর জন প্রশাসন সংক্রান্ত ভারতীয় ইন্সটিটিউট | ডঃ গৌতম ঘোষের লিখিত গ্রন্থ সংরক্ষণের বিষয়টি ক্রমবর্ধমান|
গৌতম ঘোষের লেখা গ্রন্থ "Juvenilile Delinquency" প্রকাশ পায় 2006 সালে | অপর গ্রন্থ প্রকাশ পায় নিউদিল্লীর রাধা প্রকাশন থেকে| নাম,
"Re Legitimizing Indian Police" এটির প্রকাশ সময় 2010 সাল | তাঁর এই বইটি বৃহৎ কলেবর সম্পন্ন ও বিশিষ্ট তথ্য সম্বলিত | গ্রন্থটি নিউদিল্লীর ঐতিহ্যসমন্বিত পাবলিক এ্যাডমিনেস্ট্রেশনের গ্রন্থাগারে ও ভারতের প্রায় সবকটি পুলিশ প্রশিক্ষণ কলেজ ও প্রতিষ্ঠানের সংগ্রহ শালায় মূল্যবান সংগ্রহ হিসেবে সংরক্ষিত রয়েছে | এই প্রসঙ্গে উল্লেখযোগ্য নাম, ব্যুরো অফ পুলিশ রিসার্চ ডেভেলপমেন্ট অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া |
শিক্ষা বিজ্ঞানী তথা অধ্যাপক হিসেবে ডঃ গৌতম ঘোষ উচ্চ প্রশংসিত এক নাম| 1997 থেকে বিভিন্ন ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে ও বিশিষ্ট বিশ্ববিদ্যালয়ে তিনি তাঁর অত্যুৎকৃষ্ট শিক্ষাগত দক্ষতা এবং পঠনপাঠন সংক্রান্ত কুশলতার স্বাক্ষর রেখে চলেছেন | ডঃ গৌতম ঘোষ তাঁর সহজাত দক্ষতা ও কুশলতার গুণে শিক্ষা ক্ষেত্রে জ্ঞানের মশাল বহণ করে চলেছেন| কি শিক্ষা ক্ষেত্রে, কি মানব সম্পদ উন্নয়নের ব্যাপারে, কি আইন পরিচালন সংক্রান্ত ব্যাপারে, কি রাজনীতির ব্যাপারে ডঃ ঘোষের মতামত শ্রদ্ধার সাথে ও গুরুত্ব সহকারে বিবেচিত হয় | এর কারণ, ডঃ গৌতম ঘোষের নিজস্ব বিষয় সম্পর্কে অনন্যসাধারণ জ্ঞানও প্রগাঢ় অনুরুক্তি |
ডঃ গৌতম ঘোষ যেমন মানব অধিকারের ক্ষেত্রে যেমন মশালবাহক হিসেবে এগিয়ে চলেছেন, তেমনি আইনের অনুশাসনের ক্ষেত্রে এক দক্ষ ও উজ্জ্বল প্রতীক |
ডঃ গৌতম ঘোষের বিখ্যাত গ্রন্থ পুলিশের দায়িত্বশীলতার বিষয়ে লিখিত | নাম, " পুলিশ এ্যাকাউন্টিবিলিটি এ্যট দ্য কাটিং এজ্ লেভেল | " (Police Accoutability at the Cutting Edge Level) তথ্য সমৃদ্ধ এই বইটিকে লন্ডন স্কুল অব ইকনমিক্সের লাইব্রেরির রিসার্চ সংগ্রহশালায় বিশেষ ভাবে স্বাগত জানানো হয়েছে | এবং এই গ্রন্থ লন্ডনের ব্রিটিশ গ্রন্থাগার, এশিয়া - প্যাসিফিক- আফ্রিকা সংগ্রহশালায় সমাদরের সাথে স্বীকৃত হয়েছে |
অস্ট্রেলিয়ার জাতীয় গ্রন্থাগারে, চীনের বিশ্ববিখ্যাত সাংহাই গ্রন্থাগারে, ইসলামাবাদের বাহরিয়া বিশ্ববিদ্যালয় এবং ভারতে অবস্হিত দিল্লীতে ভারতীয় জনপ্রশাসন সংস্থাতেও এই গ্রন্থ সংরক্ষিত ও সমাদৃত |
বর্তমানে ডঃ ঘোষ দুটি বিষয় নিয়ে কাজে ব্যস্ত,Organised Crime & Policing. (অর্গানাইজড ক্রাইম এন্ড পলিসিং|) আর Counter Terrorism ( কাউন্টার টেররিজম |) যথাসময়ে এগুলি প্রকাশ পাবে |
ডঃ গৌতম ঘোষ নিউদিল্লীর ইন্ডিয়া ইন্সটিটিউট অফ পাবলিক এ্যাডমিনেস্ট্রেশন, অল ইন্ডিয়া পলিটিক্যাল সায়েন্স অ্যাসোসিয়েশন,চেন্নাইের ইন্ডিয়ান সোসাইটি অফ ক্রিমিনোলজি, আগ্রায় ইন্সটিটিউট অফ সোশ্যাল সায়েন্সেস, আলবার্তা সিভিল লিবার্টিস, কানাডার রিসার্চ সেন্টার, ইউ. এস. এর ওয়েস্টার্ন সোসাইটি অফ ক্রিমিনোলজি, কানাডার মাঙ্ক সেন্টার ফর জাস্টিস এর সদস্য |
শিক্ষা বিজ্ঞানী তথা অধ্যাপক হিসেবে ডঃ ঘোষ কি স্বদেশ, কি বিদেশে এক উচ্চপ্রশংসিত নাম| 1997 থেকে তিনি বিভিন্ন ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ে অত্যুৎকৃষ্ট শিক্ষা প্রদানে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন | বলা যেতে পারে ডঃ ঘোষ তাঁর সহজাত দক্ষতা ও কুশলতার গুণে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রেখে চলেছেন | সবক্ষেত্রে জ্ঞানের মশাল হাতে আলোর দিশারী হয়ে মানব সমাজ কে উত্তরণের পথে এগিয়ে যেতে সাহায্য করছেন| তাই শিক্ষা ক্ষেত্রে, আইন পরিচালনের ব্যাপারে, কি রাজনীতির বিষয়ে ডঃ ঘোষের সচেতন ও সমৃদ্ধ মতামত সশ্রদ্ধ ভাবে এবং গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয় | এর কারণ, নিজস্ব বিষয়ে তাঁর গভীর জ্ঞান ও প্রায়োগিক অনুরুক্তি |
ডঃ গৌতম ঘোষের আরো একটু পরিচয় না দিলে তাঁর কর্মপঞ্জী অসম্পূর্ণ থেকে যাবে | ডঃ গৌতম ঘোষ | তিনি SAARC Human Rights Foundation এর আন্তর্জাতিক উপদেষ্টা | ডঃ গৌতম ঘোষের প্রতি তাঁর আগামী সাফল্যের জন্য শুভকামনা রইলো |
ডঃ গৌতম ঘোষ নিজস্ব গুণাবলী ও কর্মকুশলতা সাফল্যের সাথে সাথে তার একটি সম্মানজনক পরিচিতি রয়েছে | তিনি বিশ্ববিখ্যাত শিক্ষাবিদ স্বর্গীয় ডঃ রমেশ চন্দ্র ঘোষ ও পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান স্বর্গীয়া ডঃ বেলা ঘোষের আত্মজ| ডঃ গৌতম ঘোষ মায়ের স্মৃতি রক্ষার্থে গড়ে তুলেছেন "বি. জি মেমোরিয়াল ট্রাস্ট " যার অধীনে পরিচালিত শিক্ষায়তন থেকে উচ্চমানের শিক্ষা লাভের পর হাজার হাজার ছাত্র ছাত্রীরা আজ সমাজে সুপ্রতিষ্টিত হয়েছে ও হচ্ছে | এরা যাতে সুপ্রতিষ্টিত হতে পারে এই ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও স্হায়ী সভাপতি ডঃ গৌতম ঘোষ সদা সচেষ্ট | তাঁর এই প্রয়াস নিঃসন্দেহে স্বতন্ত্র| যার শিক্ষাগত কার্যক্রমে প্রথাগত শিক্ষার সাথে এক স্বতন্ত্র কার্যপ্রনালী সমন্বিত হয়েছে, সেটা তো অনন্যসাধারণ হবে, তা' বলাই বাহুল্য | এর পেছনে রয়েছে ডঃ ঘোষের তীক্ষ্ণধী প্রবণতা, জ্ঞানের যথাযথ উপলব্ধিকরণ ও মানবিক চেতনার প্রতিশ্রুতির রুপায়ণ | ভারত সরকারের ব্যুরো অফ পুলিশ রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট এ ডঃ গৌতম ঘোষের বিভিন্ন জাতিভুক্ত যে সব ছাত্র পুলিশ অফিসার হিসেবে নিযুক্ত রয়েছেন, তাদের কাছে ডঃ গৌতম ঘোষ শুধু জ্ঞানের ভান্ডার নন, এক সুদূর প্রভাব সমন্বিত যথানুপাতিক ব্যক্তিত্ব হিসেবে স্বীকৃত শ্রদ্ধেয় এক নাম | ডঃ গৌতম ঘোষকে যেমন মানবাধিকারের ক্ষেত্রে মশাল বাহক বলা যায়, তেমনি আইনের ক্ষেত্রে তিনি এক উজ্জ্বল দক্ষতার প্রতীক| ডঃ গৌতম ঘোষ বৈষম্যের শিকার অসহায় মহিলাদের দুর্গতি দূর করা ও তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেয়ার জন্যে সচেষ্ট হয়েছেন| উপলব্ধি করেছেন সংখ্যা লঘু দের ওপর যে অন্যায় করা হচ্ছে, তা' নিরসন করতে হবে| তা' তিনি করেছেনও, তাদের পাশে এসে দাঁড়িয়েছেন | যারা বা যে এদের বিষাইছে বায়ু, নিভিয়ে দিয়েছে ন্যায্য অধিকারের আলো, ডঃ ঘোষ তাদের ক্ষমা করেন নি | আইনতঃ বঞ্চিত দের অধিকার ফেরানোর চেষ্টা করে যাচ্ছেন| পুলিশের দুষ্কার্য ও রাজনৈতিক জ্ঞাতি বৈরীতা বা গৃহবিবাদ নিয়েও ডঃ ঘোষ কাজ করেছেন | জ্বলন্ত বাগ্মী ডঃ ঘোষ সম্মানজনক আইনী প্রতিষ্ঠানে অসাধারণ বক্তব্যের উপস্থাপনা করেন, যা জনমানসে অসামান্য প্রভাব ফেলতে সফল হয় |
সংক্ষিপ্ত ভাবে বলতে গেলে বলতে হয়, ডঃ গৌতম ঘোষ বিশিষ্ট ব্যক্তিত্ব, অনন্য লেখক, সফল উদ্ভাবক ও উদ্যমী সমাজসেবী | সবদিক দিয়ে ডঃ গৌতম ঘোষ দেশে- বিদেশে এক আদরনীয় নাম |
ডঃ অশোকা রায় |
কলকাতা
পলিটিক্যাল সায়েন্সে এম. এ, ডক্টরেট ও মেডেলিস্ট |
প্রাক্তন অধ্যাপিকা এবং বর্তমানে লেখিকা |
ধানসিড়ি প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে গল্প- সংকলন " চরিত্রেরখোঁজে", আনন্দ প্রকাশন থেকে কবিতার বই " আবার আসিব ফিরে" ও একটি কাব্য সংকলন " সাতাশ নদী, এক সমুদ্র "| সবখবর, ডেইলি হান্ট, গুগলে নিয়মিত লেখা প্রকাশিত হয় | ভারত ও বাংলাদেশের নানা ম্যাগাজিনে গল্প ও কবিতা প্রকাশ হয়ে থাকে |

Comments